তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন

তুরস্কে ভূমিকম্প
বিদেশে এখন
0

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে এক নারী নিহত এবং বহু ভবন ধসে পড়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্প ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিন্দিরগি শহরে ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান। ভূমিকম্পের কেন্দ্রস্থলও ছিল এই শহর।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, অন্তত ১৬টি ভবন ধসে গেছে এবং ২৯ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং নতুন করে গুরুতর ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানান।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, বড় বড় ভবন সম্পূর্ণ ধসে গিয়ে ধ্বংসস্তূপের বিশাল স্তূপ তৈরি হয়েছে। ভূতাত্ত্বিক কারণে তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কে ৫০ হাজারের বেশি এবং সিরিয়ায় আরও ৫ হাজার মানুষ নিহত হয়। সেই সময় বাস্তুচ্যুত হওয়া বহু মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি।

এনএইচ