দক্ষিণ ইতালিতে নৌকাডুবি: ২৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

উদ্ধারকারী নৌকায় অভিবাসনপ্রত্যাশীরা
বিদেশে এখন
0

দক্ষিণ ইতালির ল্যাম্পাদুসা দ্বীপের উপকূলে নৌকা ডুবে অন্তত ২৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

ডুবে যাওয়া নৌকা থেকে চার নারীসহ জীবিত উদ্ধার করা হয় ৬০ জনকে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন তারা। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, নৌকাটিতে অন্তত একশ’ যাত্রী ছিল।

আরও পড়ুন:

অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের অন্যতম জনপ্রিয় রুট ইতালির ল্যাম্পাদুসা উপকূল। বিশেষ করে আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারান বহু অভিবাসনপ্রত্যাশী। 

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন ছয় শতাধিক মানুষ।

এসএইচ