কুয়েতে মদপানে ২৩ জনের মৃত্যুর ঘটনায় এক বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭

কুয়েত সিটির ছবি
বিদেশে এখন
0

কুয়েতে সম্প্রতি মদপানে ২৩ জনের মৃত্যু ঘটনায় ৬৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ, যাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। স্থানীয়ভাবে মদ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে এ চক্রের প্রধান বাংলাদেশি নাগরিক। শনিবার (১৬ আগস্ট) মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ দেয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবাসিক ও শিল্প এলাকায় তারা মোট ১০টি ফ্যাক্টরি জব্দ করেছে। 

আরও পড়ুন:

অপরাধচক্রের সঙ্গে জড়িত এক নেপালি জানান, এসব কারখানায় মিথানল উৎপাদন ও বিক্রি করা হয়। মুসলিম দেশ কুয়েতে অভ্যন্তরীণভাবে মদ উৎপাদন ও আমদানি নিষিদ্ধ। এ অবস্থায় অনেকে গোপনে অবৈধভাবে এটি উৎপাদন করে, যার গুণগত মান ঠিক না থাকায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন অনেকে।

এসএইচ