আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে, ইরান থেকে ছেড়ে আসা আফগান যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়।
হেরাত প্রদেশের পুলিশ জানিয়েছে, বাসের বেপরোয়া গতি ও চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। বাসটি আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশে যাচ্ছিল।
হতাহতরা সবাই ইরান থেকে ফিরছিলেন বলে নিশ্চিত করেছেন তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ।
আগামী মাসের মধ্যে আরও ৮ লাখ মানুষকে তাদের নিজ দেশে ফেরত পাঠাবে ইরান। যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক আফগান রয়েছে।