ইরান ফেরত আফগানদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭১

দুর্ঘটনাকবিলত বাস
বিদেশে এখন
0

ইরান থেকে ফেরত পাঠানো বাস্তুচ্যুত আফগানদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১৭ শিশুসহ প্রাণ হারিয়েছে অন্তত ৭১ জন। এসময় আহত হয় আরও বেশ কয়েকজন।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে, ইরান থেকে ছেড়ে আসা আফগান যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়।

হেরাত প্রদেশের পুলিশ জানিয়েছে, বাসের বেপরোয়া গতি ও চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। বাসটি আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশে যাচ্ছিল।

হতাহতরা সবাই ইরান থেকে ফিরছিলেন বলে নিশ্চিত করেছেন তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ।

আগামী মাসের মধ্যে আরও ৮ লাখ মানুষকে তাদের নিজ দেশে ফেরত পাঠাবে ইরান। যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক আফগান রয়েছে।

সেজু