নাইজেরিয়ার মসজিদে সশস্ত্র দস্যুদের হামলায় নিহত ২৭

আইনশৃঙ্খলা বাহিনী
বিদেশে এখন
0

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে একটি মসজিদে সশস্ত্র দস্যুদের হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। ফজরের নামাজ আদায়ের সময় মসজিদে ঢুকে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা এ তথ্য জানান। স্থানীয় বাসিন্দারা জানান, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে ভোরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হন।

তখন বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি শুরু করে। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। যদিও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামটিতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এমন হামলা হয়। স্থানীয় পশুপালক ও কৃষকেরা জমি ও পানির সমস্যা নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়ায়।

সেজু