বুধবার (২০ আগস্ট) মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবে যায় গোটা করাচি। বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে দেশটির বাণিজ্যিক রাজধানী।
বেশ কয়েকটি এলাকায় ২৪ থেকে ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে, চরম বিপাকে পড়েছেন নগরীর বাসিন্দারা। বিদ্যুৎ বিভ্রাটে দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট।
ভারী বর্ষণে গিলগিট-বালতিস্তানে অন্তত ১১ জন এবং করাচিতে ১০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি, অবকাঠামো ও স্থাপনা।
আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া এলাকা পরিদর্শনে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।