এই স্থানটি শাকাহোলা বন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। যেখানে ২০২৩ সালে ৪ শতাধিক মানুষকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সাম্প্রদায়িক দাঙ্গায় এসব হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানান, এসব ঘটনায় অঞ্চলটিতে এরইমধ্যে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
তাদের ধারণা প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। গেল জুলাই মাসে কেনিয়ার একটি আদালত জানায়, এই অঞ্চলটি ধর্মীয় সংঘাতে বহু মানুষকে হত্যা করা হয়েছে।
এদের অনেকে অনাহারে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।