তিন বছর ধরে চলমান সংঘাতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল দখলের দাবি করেছে রাশিয়া। তবে সেই দাবির সত্যতা কখনোই স্বীকার করেনি ইউক্রেন। বেশ কিছুদিন ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা নিপ্রোপেত্রভস্কে ঢুকে পড়ার দাবি করে আসছিলো রাশিয়া।
রুশ বাহিনীর সেই দাবি এবার স্বীকার করলো ইউক্রেনও। চলতি বছরের জুন মাসের শুরুর দিকে নিপ্রোপেত্রভস্ক অঞ্চলে অভিযান শুরুর কথা জানিয়েছিলো রুশ কর্মকর্তারা। তবে ইউক্রেনের সাম্প্রতিক প্রতিবেদনগুলো বলছে, রুশ সেনারা আঞ্চলিক সীমান্ত সামান্যই অতিক্রম করতে পেরেছে।
রুশ বহিনীর ইউক্রেন দখলের মধ্যেই রাশিয়ায় রোস্তভ অন ডনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের ছোড়া ড্রোন প্রতিহত করার দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা বাহিনীর দাবি, রোস্তভ অঞ্চলের তিনটি এলাকায় ১০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইউক্রেনের ১৪২ টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
আরও পড়ুন:
এদিকে চলমান দ্বন্দ্বের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে দেশটির ওপর আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি চাই যুদ্ধ থেমে যাক। এটা বিশ্বযুদ্ধ হবে না, তবে অর্থনৈতিক যুদ্ধ হবে। আর অর্থনৈতিক যুদ্ধ হলে তা রাশিয়ার জন্য খারাপ হবে।’
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার আয়োজক হতে তুরস্ক, পারস্য উপসাগরীয় কিংবা ইউরোপীয় কোনো দেশ এগিয়ে আসতে পারে—এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগেও রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন জেলেনস্কি। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন এমন কোনো বৈঠকের জন্য এখনো প্রস্তুত নয় রাশিয়া।