এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৩৫ হাজার গবাদি পশুসহ দেড় লাখ বাসিন্দাকে।
শতদ্রু, রাভি ও চেনাব নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ভারী বৃষ্টিপাত এবং ভারতের বাঁধ খুলে দেয়ায় পাকিস্তানের সীমান্তবর্তী তিনটি নদীর পানি বেড়েছে অতি দ্রুত। এতে প্লাবিত হয়েছে লাখ লাখ একর কৃষিজমি।
আরও পড়ুন:
এর ফলে ক্ষতির মুখে পড়েছে পাঞ্জাবের ৬ লাখের বেশি মানুষ। বন্যা সতর্কতায় ৮টি জেলায় সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীকে, স্থাপন করা হয়েছে ২৬৩টি ত্রাণ কেন্দ্র ও ১৬১টি মেডিকেল ক্যাম্প।