অধিবেশনের শেষ দিনে সিনেটের আইন প্রণেতারা যখন জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন, ঠিক তখনই বিরোধী দল ইন্সটিটিউশনাল রেভোলিউশনারি পার্টির প্রধান আলেজান্দ্রো ক্ষমতাসীন মোরেনা দলের সিনেট সভাপতি জেরার্ডো ফার্নান্দেজের ওপর আক্রমণ করেন।
এরপরই পার্লামেন্টে দেখা দেয় বিশৃঙ্খলা। আইন প্রণেতা ফার্নান্দেজ জানান, মেক্সিকোতে অন্য দেশের সশস্ত্র বাহিনীর উপস্থিতি নিয়ে বিতর্ক শুরু হলে আক্রমণ করেন বিরোধীরা।
এ ঘটনার পর শুক্রবার একটি জরুরি অধিবেশন আহ্বান করে তিন আইন প্রণেতাকে বহিষ্কার করার প্রস্তাব করেন তিনি।