এছাড়া, ভ্যাকসিন নীতি ও জনস্বাস্থ্য নির্দেশিকা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
যদিও প্রতিষ্ঠানের পরিচালক সুসানকে বরখাস্ত করার বিষয়টি স্বীকার করেনি ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বলছে, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। যদিও পদত্যাগের কারণ সম্পর্কে কিছুই জানায় সংস্থাটি।
মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গেল ৩১ জুলাই শপথ গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার দায়িত্ব নেন সুসান মোনোরেজ।
গর্ভবতী মহিলাদের এবং সুস্থ শিশুদের কোভিড টিকা দিতে একটি ফেডারেল সুপারিশ প্রত্যাহার করেছিলেন তিনি।