শনিবারের (৩০ আগস্ট) এই ফোনালাপে ইউক্রেন রাশিয়া সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। এসময় যুদ্ধ কবলিত অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারত কাজ করবে বলে আশ্বাস দেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
পাশাপাশি ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। ফোনালাপের পর এক এক্সবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টকে এই ফোনকলের জন্য ধন্যবাদ জানান মোদি।
আর, ফোনালাপ শেষে আলাদা বিবৃতিতে জেলেনস্কি মন্তব্য করেছেন, ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে নরেন্দ্র মোদিকে তা বিস্তারিত জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে গঠনমূলক আলোচনা হয়েছে।