ইউক্রেনের ১৪ অঞ্চলে রাশিয়ার হামলা;  ১৪৯ গ্রামের নিয়ন্ত্রণ নেয়ার দাবি মস্কোর

ইউক্রেনে গ্রাম দখলের দাবি রাশিয়ার
বিদেশে এখন
0

৫৩৭টি ড্রোন এবং ৪৫টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের ১৪টি অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। গতকাল (শনিবার, ৩০ আগস্ট) থেকে ইউক্রেনের সবগুলো ফ্রন্ট লাইনেও আক্রমণের মাত্রা বাড়ানোর দাবি রুশ বাহিনীর। মার্চ থেকে এখন পর্যন্ত ৩,৫০০ বর্গ কিলোমিটারেরও বেশি অঞ্চল এবং ১৪৯টি গ্রামের নিয়ন্ত্রণ নেয়ারও দাবি মস্কোর। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্যাকেজ ঘোষণার জন্য খুব শীঘ্রই প্রস্তাব জমা দেয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস।

কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ক্ষোভ ঝাড়লেও তার তোয়াক্কা করছে না রাশিয়া। কঠোর নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে শনিবার রাতভর ইউক্রেনের ১৪টি অঞ্চলে ভয়াবহ আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। এতে হতাহতের ঘটনা ছাড়াও বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্ধকারে ডুবে আছে জাপোরিঝিয়ার ২৫ হাজার বাসিন্দা।

বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্য করে একরাতে রুশ বাহিনী ৫৩৭টি ড্রোন, ৮টি ব্যালিস্টিকসহ মোট ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এক্স পোস্টে দেয়া বার্তায় জেলেনস্কি আরও দাবি করেছেন যে, রাশিয়ার ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ৫১০টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী।

এদিকে রুশ বাহিনীও জানিয়েছে শনিবার থেকে ইউক্রেনের ফ্রন্ট লাইন জুড়ে আক্রমণের মাত্রা বাড়িয়েছে তারা। এরমধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে, ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলকে। এছাড়াও লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করা হচ্ছে।

আরও পড়ুন:

রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমোভ বলেন, আমাদের সেনারা সবগুলো ফ্রন্ট লাইনেই আক্রমণ জোরালো করেছে। মার্চ থেকে এখন পর্যন্ত ৩,৫০০ বর্গকিলোমিটারেরও বেশি অঞ্চল এবং ১৪৯টি গ্রামের নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। সুমি এবং খারকিভ অঞ্চলের সীমান্তে আমরা আমাদের নিরাপত্তা অঞ্চল নিশ্চিতে সফল হয়েছি। সৈন্যরা ডিনিপ্রোপেট্রোভস্কে অগ্রসর হচ্ছে, যেখানে ৭টি বসতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

ঐক্যবদ্ধ হয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিশ্চিত করা না গেলে ইউক্রেনে চালানো রাশিয়ার আক্রমণ থামানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, আমরা এ ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের জনগণের বিরুদ্ধে মস্কোর শাসকগোষ্ঠী আরও আক্রমণাত্মক হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা একসাথে কাজ করতে না পারবো ততক্ষণ যুদ্ধ থামবে না। এ ক্ষেত্রে অর্থনৈতিক নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ।

এরই প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরেকটি প্যাকেজ ঘোষণার জন্য আগামী সপ্তাহে প্রস্তাব জমা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস।

ইএ