শি জিনপিং এ সময় সম্পর্কের নতুন ‘সোনালি পঞ্চাশ বছর’ এ প্রবেশের কথা উল্লেখ করে বলেন, ‘চীন ও মালয়েশিয়ার বন্ধন অর্ধশতকেরও বেশি সময় ধরে টিকে আছে। উভয় দেশ হাত ধরাধরি করে আধুনিকায়নের পথে এগিয়েছে, আর এখন আমরা প্রবেশ করেছি সম্পর্কের নতুন সোনালি পঞ্চাশ বছরে।’
আরও পড়ুন:
প্রেসিডেন্ট শি জানান, তার মালয়েশিয়া সফরে জনগণের উষ্ণ অভ্যর্থনা তার মনে স্থায়ী ছাপ ফেলেছে। পাশাপাশি তিনি আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের প্রতি শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেন।
তিনি বলেন, ‘চলতি বছরের এপ্রিলে দুই দেশ উচ্চপর্যায়ের কৌশলগত অংশীদারিত্ব গড়ার বিষয়ে একমত হয়েছে। চীন মালয়েশিয়ার সঙ্গে মিলে এ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে চায়, যাতে দুই দেশের জনগণ উপকৃত হয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও উন্নয়নে অবদান রাখা যায়।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বর্তমানে চার দিনের কর্মসূচি নিয়ে চীন সফরে রয়েছেন। এ সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
তিয়ানজিনে তিনি এসসিও প্লাস সম্মেলনে ভাষণ দেন এবং চীনের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন।
আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি তিয়ানআনমেন স্কয়ারে চীনের বিজয় দিবস প্যারেডে যোগ দেবেন। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত থাকবেন।