নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত ৬০

প্রতীকী ছবি
বিদেশে এখন
0

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের দারুল জামাল গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। নিহতদের মধ্যে ১৩ জন শ্রমিক এবং চালক ছিলো বলে নিশ্চিত করেছে বিবিসি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো অঙ্গরাজ্যের দারুল জামাল গ্রামে এ হামলা হয়।

এ গ্রাম ছাড়াও হামলা হয়েছে কাছের একটি সেনা ঘাঁটিতে। এতে প্রাণ গেছে ৫ সেনা সদস্যের। গেল কয়েক বছর ধরে আশ্রয় শিবির বন্ধ করে গৃহহীন নাইজেরিয়ানদের নিজস্ব গ্রামে ফেরত পাঠাচ্ছিলো সরকার। তাই, দারুল জামালের মতো এমনই একটি গ্রামে সন্ত্রাসী হামলা এ পুনর্বাসন উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে।

আরও পড়ুন:

ক্যামেরুন সীমান্তের কাছে অবস্থিত দারুল জামালের বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার বোকো হারামের সশস্ত্র যোদ্ধারা মোটরসাইকেলে এসে নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। পুড়ে ছাই হয়ে যায় ২০টি বসতবাড়ি, ১০টি বাস। তবে, এ হামলার পেছনে বোকো হারামের প্রতিদ্বন্দ্বী কয়েকটি গোষ্ঠীর উসকানি থাকতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে, এই হামলার পর ঐ গ্রামটিতে অভিযান চালিয়ে ৩০ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে নাইজেরিয়ার বিমান বাহিনী।

ইএ