প্রায় দুই বছরের যুদ্ধে ধ্বংসস্তূপ গাজার বেশিরভাগ এলাকা। এখন ইসরাইলি বাহিনীর টার্গেট গাজা শহরের দখল। আর এ লক্ষ্যেই সাম্প্রতিক সময়ে শহরটিতে ব্যাপকভাবে হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। শুক্রবার থেকে তাদের প্রধান টার্গেট শহরটির বহুতল ভবন। একের পর এক বোমা হামলায় গুড়িয়ে দেওয়া হচ্ছে এসব ভবন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা শেষ চিহ্নটুকু মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যাচ্ছে।
দিনের এসব হামলার সঙ্গে শনিবার রাতভর অভিযানে নেতানিয়াহু বাহিনীর কবল থেকে রক্ষা পায়নি, শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত স্কুল এবং আবাসিক স্থাপনা।
এদিকে আইডিএফের এ অভিযানের মধ্যেই ইসরাইলি সীমান্তবর্তী এলাকায় দু'টি রকেট হামলা হয়েছে- বলে দাবি করছে টাইমস অব ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রকেট দুটি গাজা থেকে ছোড়া হয়েছে, যার একটি জনশূন্য অঞ্চলে আঘাত হেনেছে, অন্যটি প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এমন পরিস্থিতিতে জিম্মি বিনিময় আর গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইসরাইলি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যা পাঠানো হবে হামাসকে।
যদিও মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র আর নিজ দেশের সরকার ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারছেন খোদ ইসরাইলিরাই। শনিবার নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভকারীদের স্লোগানে কাঁপে হোস্টেজ স্কয়ার। যুদ্ধের ৭০০তম দিন পরেও জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় অবিলম্বে সংঘাত বন্ধের দাবি- জিম্মিদের পরিবারের সদস্য থেকে শুরু করে ইসরাইলি সাধারণ জনগণেরও।
আরও পড়ুন:
এদিকে, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল থেকে ভেনিস চলচ্চিত্র উৎসব- গাজা যুদ্ধে ইসরাইলি আগ্রাসনের চিত্র উপস্থাপনের পাশাপাশি বিশ্ববাসীকে গভীর বার্তা দিচ্ছেন নন্দিত চলচ্চিত্র নির্মাতারা। সর্বোচ্চ খেতাব না জিতলেও তিউনিসিয়ার নির্মাতা কাউথার বেন হানিয়ার 'দ্য ভয়েস অব হিন্দ রাজাব' ভেনিসে জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা সিল্ভার লায়নের খেতাব। গাজা যুদ্ধে ৫ বছর বয়সী ফিলিস্তিনি এক কন্যা শিশুর নির্মম হত্যাকাণ্ড নিয়ে বানানো এই সিনেমা সাড়া ফেলেছে সেলুলয়েডের জগতে।
আর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে প্যালেস্টাইন ৩৬-এর। ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা ও লেখিকা অ্যানমারি জাসিরের নির্মিত এ চলচ্চিত্রটি অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ফিলিস্তিনের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবেও নির্বাচিত হয়েছিল।