তীব্র বর্ষণে যমুনা নদীর পানির স্তর পৌঁছে গেছে তাজমহলের দেয়াল পর্যন্ত

তাজমহলের দেয়াল ছুঁয়েছে যমুনার পানি
বিদেশে এখন
0

যমুনা নদীর পানি বেড়ে আবারও বিপদের মুখে ভারতের ঐতিহাসিক শহর আগ্রা। তীব্র বর্ষণের পর নদীর জলস্তর বিপৎসীমা ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলের দেয়াল পর্যন্ত। তবে স্মৃতিসৌধটির গঠন এ ধরনের পানি স্তরের চাপ সহ্য করতে সক্ষম হওয়ায় তাজমহলের অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সাদা মার্বেলের অপরূপ সৌন্দর্যে মোড়া মুঘল স্থাপত্য তাজমহল ঘেঁষে যে শান্ত নদী প্রবাহিত হতো, সেই যমুনা যেন আজ সর্বগ্রাসী রূপ নিয়েছে।

প্রচণ্ড বৃষ্টিতে হিমালয়ের নিচু উপত্যকা—হিমাচল ও উত্তরাখণ্ড থেকে নেমে আসা ঢল মিলেছে যমুনায়। ফলে পানির স্তর বাড়তে বাড়তে এই নদী আজ ছুঁয়ে ফেলেছে ইতিহাসের স্তম্ভ, ভালোবাসার প্রতীক তাজমহলের দেয়াল।

২০২৩ সালেও এমন পানির স্তর দেখেছিল তাজমহল-প্রেমীরা। এবারও মহলের পেছনের দেয়াল পর্যন্ত পানি পৌঁছে গেছে। তবে এখনও পর্যন্ত কাঠামোগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

তাজমহলের নির্মাণশৈলী এমনভাবেই পরিকল্পিত ছিল যেন নদীর হঠাৎ উথান-পতনে এর কোনো ক্ষতি না হয়। তবে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার প্রভাব নিয়ে উদ্বিগ্ন তাজমহল সংরক্ষণবিদরা।

যমুনা নদীর এ অনিয়ন্ত্রিত জলোচ্ছ্বাস শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পরিবেশ পরিবর্তনের এক বড় সতর্ক সংকেত। তাজমহলের মতো ঐতিহ্যবাহী স্থাপত্য রক্ষায় প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা আর শক্তিশালী প্রস্তুতি।

তাজমহল আজো অটল, অনড়। তবে প্রকৃতি যেন বলে যাচ্ছে সময় থাকতে জেগে উঠতে হবে। তাজমহল সংরক্ষণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আরও বেশি সচেতন হওয়ার সময় এখনই।

ইএ