আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পোল্যান্ড ভূ-খণ্ডে রাশিয়ার ড্রোন হামলার পর আবারও ক্ষোভে ফুঁসছে ন্যাটো জোট। রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে যাওয়ার পরিকল্পনা করছে এর সদস্য দেশগুলোর। এরইমধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পোল্যান্ডে রুশ আক্রমণের চিত্র তুলে ধরে এতে নিন্দা জানয় ইইউ দেশগুলো।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মার্সিন বোসাকি বলেন, ‘এর আগেও এ ধরণের ঘটনা ঘটেছে। তবে পোল্যান্ডের আকাশসীমায় অতিক্রম করে রাশিয়ার এ ড্রোন হামলা ভুল কোন ঘটনা নয়। রুশ সেনারা ইচ্ছাকৃত এ ধরণের হামলা করেছে। পোল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়ার বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেয়া হবে।’
আরও পড়ুন:
পোল্যান্ডে রুশ আক্রমনের পর ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে জানান ন্যাটো মহাসচিব মার্ক রুট। যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক ও জার্মানিসহ অন্যান্য ইইউ দেশগুলোতে সেনা সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি।
ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেন, ‘পোল্যান্ডে রাশিয়ার হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পরিকল্পিত। রাশিয়ার বেপরোয়া আচরণ দিন দিন বাড়ছে। এর আগেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রোমানিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ায় আকাশসীমায় ড্রোন হামলা করেছে রাশিয়া। যা এ অঞ্চলের জন্য বেশ বিপদজনক।’
পোল্যান্ডে রুশ হামলার পর গুঞ্জন ওঠে কিয়েভে পোলিশ সেনা মোতায়েন করা হবে। তবে বিষয়টি সত্য নয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। রাশিয়ার বিরুদ্ধে যেসব সামরিক মহড়া হবে তার সবই হবে পোল্যান্ডের মাটিতে, ইউক্রেন ভূ-খণ্ডে নয়।
এদিকে ইউক্রেনে থেমে নেই রাশিয়ার হামলা। দেশটির উত্তরাঞ্চলের সুমি অঞ্চলে রুশ বাহিনীর হামলায় নিহত হন বেশ কয়েকজন ইউক্রেনীয়।
এ পরিস্থিতিতে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও জাপান। একইসঙ্গে রাশিয়ার তেল ও অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে এ দেশগুলো।