ভেনেজুয়েলাগামী বিমান চলাচলে মার্কিন পরিবহন সংস্থার সতর্কতা, স্থগিত ৬ ফ্লাইট

ভেনেজুয়েলা বিমানবন্দর
বিদেশে এখন
0

ভেনেজুয়েলা ঘিরে কঠোর অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলাগামী বিমান চলাচলে সতর্ক করেছে মার্কিন বিমান পরিবহন সংস্থাগুলো। এরপরই ভেনেজুয়েলাগামী ফ্লাইট স্থগিত করেছে ৬টি আন্তর্জাতিক বিমান সংস্থা।

মাদক চোরাচালান থামানোর ইস্যুকে কেন্দ্র করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ ক্রমেই বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দেশটির সমুদ্র উপকূলে মার্কিন নৌ-সেনাদের উপস্থিতি বাড়ায় ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র উত্তেজনা পৌঁছেছে চরমে।

এমন পরিস্থিতিতে মার্কিন ৪ সূত্রের বরাতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলো আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়াটার্স। যেখানে বলা হয়, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যা আগের চেয়ে আরও কঠোর পদক্ষেপ হবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে নতুন অভিযানের প্রকৃত, সময় কিংবা ব্যাপ্তির বিষয়ে জানতে পারেনি রয়টার্স। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদক্ষেপ নেয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থাটি। তবুও সাম্প্রতিক সময়ে মার্কিন নানা পদক্ষেপের মধ্যে এমন খবরে বেড়েছে উত্তাপ।

এরই মধ্যে ভেনেজুয়েলার আশপাশে যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা বাড়ানোয় দক্ষিণ আমেরিকার দেশটিতে বিমান চলাচলের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে মার্কিন বিমান পরিবহন সংস্থাগুলো। এরপরই ছয়টি আন্তর্জাতিক বিমান সংস্থা ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করেছে।

মঙ্গলবার পর্যন্ত নির্ধারিত ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে পর্তুগালের এয়ারলাইন্স টিএপি। এমনকি পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছে বেশ কয়েকটি দেশের বিমান পরিবহন সংস্থা।

আরও পড়ুন:

এদিকে সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক বহনকারী নৌযান লক্ষ্য করে ২১টি হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যার ফলে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে। এই অভিযান আন্তর্জাতিক এবং মার্কিন অভ্যন্তরীণ আইন উভয়েরই লঙ্ঘন বলে মনে করছেন সমালোচকরা। নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার বা মাদকচোরাচালানে সম্পৃক্ততায় দোষী সাব্যস্ত করার জন্য তথ্য-প্রমাণ পেতে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার পর্যন্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যা দেশটির ইতিহাসে মাদক সংক্রান্ত অপরাধে সবচেয়ে বেশি অর্থের পুরস্কার।

২০১৩ সালে ভেনেজুয়েলার শাসক উগো চাবেসের মৃত্যুর পর নিকোলাস মাদুরো দেশটির প্রেসিডেন্ট হন। ২০১৮ সালের নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন। পরের বছর ২০১৯ সালে ভেনেজুয়েলার আইন পরিষদ সংবিধান পরিবর্তন করে এবং মাদুরো জোর করে ক্ষমতা দখল করেন বলে তথ্য তুলে ধরে যুক্তরাষ্ট্র। তখন থেকেই যুক্তরাষ্ট্রসহ ৫০টির বেশি দেশ নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ।

ক্ষমতাধর দেশগুলোর বিরোধীতার পর ২০২৪ সালের নির্বাচনেও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ধরে রাখার খেলায় বিজয়ী হন মাদুরো। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে উঠে পরে লেগেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসএইচ