মিয়ানমারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

মিয়ানমারে ৪.৯ মাত্রার ভূমিকম্প
বিদেশে এখন
0

মিয়ানমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় গতকাল (সোমবার, ১ ডিসেম্বর) দিবাগত রাতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফালাম শহরের ৮১ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে প্রভাবিত অঞ্চলের তালিকায় মিয়ানমার ছাড়াও আছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশের বেশ কয়েকটি এলাকা।

আরও পড়ুন:

কম্পন অনুভূত হয়েছে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে। ভারত ও ইউরেশিয়া টেকটনিক প্লেটের মধ্যে অবস্থিত হওয়ায়, ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি মিয়ানমার।

আরও পড়ুন:

এসএইচ