২০২৫ সালে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ: ইসরাইলি অভিযানে ক্ষতিগ্রস্ত ২৪ লাখ মানুষ

গাজায় ইসরাইলের হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি স্থানের ছবি
বিদেশে এখন
0

২০২৫ সালে গাজা উপত্যকার হতাহত, অবকাঠামোগত এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রতিবেদনে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ধ্বংসযজ্ঞের কথা উঠে এসেছে। প্রতিবেদনে উঠে এসেছে ২৪ লাখ গাজাবাসী ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলি সামরিক অভিযানে ।

ইসরাইলি সামরিক অভিযানে গেল এক বছরে প্রায় ২৪ লাখ গাজাবাসী ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস ও নষ্ট হয়েছে উপত্যকার প্রায় ৯০ শতাংশ ভবন।

গাজার প্রায় ৫৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে ইসরাইলি বাহিনী। ২০২৫ সালে গোটা উপত্যকায় বিস্ফোরক ফেলেছে ১ লাখ ১২ হাজার টন।

আরও পড়ুন:

অন্তত ২২টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্কুল ক্ষতিগ্রস্ত ৯৫ শতাংশ স্কুল। ৮০ শতাংশেরও বেশি কৃষিজমি ধ্বংস হয়েছে।

এফএস