রাশিয়া-চীন থেকে রক্ষার জন্য গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

রাশিয়া ও চীনের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষায় এর নিয়ন্ত্রণ নেয়া উচিত যুক্তরাষ্ট্রের— এবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডকে অর্জন করতে হবে বলেও আবার হুঁশিয়ারি দেন ট্রাম্প।

এর আগে হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প প্রশাসন আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটি ডেনমার্কের কাছ থেকে কেনার কথা বিবেচনা করছে। প্রয়োজনে জোর করে হলেও সেটি দখল করবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:

এদিকে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে, অঞ্চলটি বিক্রি করা হবে না। কোনোরকম সামরিক অভিযান ট্রান্স-আটলান্টিক প্রতিরক্ষা জোটের সমাপ্তি ঘটাবে বলেও জানায় ডেনমার্ক।

এফএস