মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, চারজনের প্রাণহানি

ভারতে তীব্র বৃষ্টিতে বিপর্যস্ত সাধারণের জীবন
এশিয়া
বিদেশে এখন
0

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দিল্লি। প্রাণ গেছে তিন শিশু ও এক নারীসহ কমপক্ষে চারজনের। জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত ২শ'র বেশি ফ্লাইট।

বেঙ্গালুরু ও পুনে থেকে দিল্লিগামী বিমান ঘুরিয়ে দেয়া হয়েছে জয়পুর ও আহমেদাবাদে। বিঘ্ন ঘটছে রেল আর সড়ক যোগাযোগেও। তুমুল বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়ায় অনেক এলাকায় তীব্র যানজটে দুর্ভোগের মুখে লাখো মানুষ। দমকা বাতাস আর তীব্র ধূলিঝড় দিয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

শুক্রবারও রাজধানীজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। সোমবার পর্যন্ত আগামী তিনদিনের জন্য সতর্কতা কমিয়ে ইয়েলো অ্যালার্ট দেয়া হলেও আবহাওয়া চরম ভাবাপন্নই থাকবে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ।

তীব্র গরমের মাঝে এক চিলতে ঝড়-বৃষ্টিতে স্বস্তির শ্বাস ফেলছেন অনেকে। একদিন আগের ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রার পারদ নেমে গেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

এএইচ