মিয়ানমার উপকূলে জাহাজ ডুবিতে ৪২৭ রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা

সাগর পাড়ে নৌকায় রোহিঙ্গারা
এশিয়া
বিদেশে এখন
0

মিয়ানমার উপকূলে চলতি মাসের শুরুতে দু'টি জাহাজ ডুবির ঘটনায় সমুদ্রে ভেসে গেছে অন্তত ৪২৭ জন রোহিঙ্গা। ধারণা করা হচ্ছে, সাগরে ডুবে তাদের সবার মৃত্যু হয়েছে।

জাতিসংঘ বলছে, সত্যি হলে চলতি বছর এ পর্যন্ত সাগরে সবচেয়ে বড় প্রাণঘাতী দুর্ঘটনা হবে এটি। গেলো ৯ মার্চ ২৬৭ জন আরোহীসহ একটি এবং পরদিনই ২৪৭ জন আরোহীসহ আরেক জাহাজ ডুবে যায় মিয়ানমার উপকূলে। দুই জাহাজ থেকে মাত্র ৮৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

ধারণা করা হচ্ছে, তারা হয় কক্সবাজারের শরণার্থী শিবির ত্যাগ করে যাচ্ছিলেন, না হয় মিয়ানমারের সংঘাত কবলিত রাখাইন থেকে পালাচ্ছিলেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আঞ্চলিক সমুদ্রসীমায় প্রাণ গেছে প্রায় ৭শ' রোহিঙ্গার।

এএইচ