বিস্ফোরণের পর কারখানার বিভিন্ন ভবন ও জানালার ভাঙা কাঁচ ভেঙে এক কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। রাসায়নিক কারখানাটিতে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।
কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। ঘটনাস্থলে ছুটে যায় দুই শতাধিক উদ্ধারকর্মী। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে শানডং ইউদাও রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটে। যা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
প্ল্যান্টটি কীটনাশক এবং ওষুধ তৈরিতে ব্যবহারের জন্য রাসায়নিক উপাদান তৈরি করতো। ১১৬ একর জমির ওপর স্থাপিত এই কারখানায় ৩ শতাধিক শ্রমিক কর্মরত ছিল।