কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে মধ্যস্থতা করতে আহ্বান জানান তিনি। সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেকোনো মূল্যে যুদ্ধ চাইছেন। তবে ভারতের যুদ্ধের বার্তার বিরুদ্ধে জয় পাবে পাকিস্তানের শান্তির বার্তা।
এর আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাম এলাকায় সাম্প্রতিক হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন।
এর জেরে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন আরো তীব্র হয়। ভারতের পক্ষ থেকে 'সিন্ধু পানি চুক্তি' স্থগিতসহ নানা পদক্ষেপের পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তান।