থাইল্যান্ডে তত্বাবধায়ক সরকারের ১৪ সদস্যের ক্যাবিনেট মন্ত্রীর শপথ

থাইল্যান্ডে তত্বাবধায়ক সরকার
এশিয়া
বিদেশে এখন
0

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্তের পর এবার তত্বাবধায়ক সরকারের ১৪ সদস্যের ক্যাবিনেট মন্ত্রীকে শপথ পড়িয়েছে দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন।

নতুন এই মন্ত্রীসভায় সংস্কৃতি মন্ত্রীর দায়িত্বে রয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সিনওয়াত্রা। ফোনালাপ ফাঁসের অভিযোগে তাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত।

প্রতিবেশি দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে ঘিরে উত্তেজনার মধ্যে ফোনালাপ ফাঁস হয় তার। এরপর থেকেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের জোর দাবি উঠে। তুমুল বিক্ষোভ হয় রাজধানী ব্যাংককে।

এসএস