নয়া দিল্লিতে ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, রেড এলার্ট জারি

নয়া দিল্লিতে জলাবদ্ধতা
এশিয়া
বিদেশে এখন
0

ভারতের রাজধানী নয়া দিল্লিতে আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) সকাল থেকে ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। একইসঙ্গে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এতে দুর্ভোগে পড়েছে অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরইমধ্যে নয়া দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা সংকেত রেড এলার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে পূর্বাভাস জানিয়েছে, আগামী সোমবার (১৮ আগস্ট) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। রাজধানী ছাড়াও উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি।

বৃহস্পতিবার ভোর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয় ভারতের নয়া দিল্লিতে। টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু এলাকায় পানি জমতে দেখা গেছে। ব্যস্ত দিনের শুরুতেই অতিবৃষ্টি ও রাস্তায় পানি জমে থাকায় নাজেহাল দশা দেখা দিয়েছে জনজীবনে। বিশেষ করে অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গন্তব্য পৌঁছাতে। একইসঙ্গে রাস্তায় দীর্ঘ যানজট ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে উঠেছে দিল্লিবাসীর যাপিত জীবনে।

এরইমধ্যে নয়া দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা সংকেত রেড এলার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে পূর্বাভাস জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত।

দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে অতিবৃষ্টি ও বজ্রপাত। রাজ্যটির লক্ষীপুর, শাহজাহানপুর, মহারাজগঞ্জসহ বেশকিছু জেলায় অরেঞ্জ এলার্ট জারি রয়েছে। ভারী বৃষ্টিতে লাক্ষ্নৌ জেলায় পানি জমে যাওয়ায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণির সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। অবশ্য শুক্রবারের মধ্যে উত্তর প্রদেশের এসব জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

হিমাচল প্রদেশেও গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে রাজ্যটির চাম্বা, কাংড়া এবং মান্ডি জেলায় জারি রয়েছে অরেঞ্জ এলার্ট। এছাড়াও রোববার পর্যন্ত বিলাসপুর, হামিরপুর, শিমলাসহ আরও সাত জেলায় রয়েছে ইয়োলো এলার্ট। এছাড়াও কিন্নর জেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের দেরাদুন, বাগেশ্বর, তেহরি, রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী এবং চামোলি জেলায় জারি রয়েছে অরেঞ্জ এলার্ট। এসব জেলায় বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়াও গত সপ্তাহ থেকে উত্তরকাশিতে টানা বৃষ্টি শুরু হয়। এতে আকস্মিক বন্যা দেখা দেয় সেখানে। শ্রীকণ্ঠ পর্বতমালায় একটি হিমবাহ ভেঙে ভাগীরথী নদীর তীরে প্রবল স্রোতে একটি সেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়।

এসএস