ইন্দোনেশিয়ায় স্কুলে দুপুরের খাবার খেয়ে অসুস্থ শিক্ষার্থীসহ ৩৬০ জন

স্কুলে খাবারের চিত্র
এশিয়া
বিদেশে এখন
0

ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুলের দুপুরের খাবার খেয়ে অসুস্থ বহু শিক্ষার্থীসহ ৩৬০ জনের বেশি মানুষ। স্কুলের পরিবেশন করা খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

মধ্য জাভার স্রাগেনে স্কুলে এ ঘটনা ঘটে। পরে ওই স্কুলের খাবারে কোনো সমস্যা আছে কি না, তা পরীক্ষা করতে একটি ল্যাবে খাবারের নমুনা পাঠানো হয়।

খাবার খাওয়ার পর অনেকে পেট ব্যথা, ডাইরিয়া ও বমিসহ নানা রোগে আক্রান্ত হন। শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলের খাবারে বিষক্রিয়া ছিল। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সবার চিকিৎসার খরচ বহন করবে সরকার। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সরকারের জাতীয় পুষ্টি সংস্থার তত্ত্বাবধানে বিনামূল্যে খাদ্য কর্মসূচি বেশ কয়েকটি স্কুলে চালু আছে। এর আওতায় আছে ১৫ মিলিয়নেরও বেশি মানুষ।

এর আগে গেল মে মাসে পশ্চিম জাভাতে খাদ্য বিষক্রিয়ার ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিল দুই শতাধিক শিক্ষার্থী।

এসএস