সরকার, মাস্টারসহ বিভিন্ন তামিল সিনেমায় বিপ্লবী চরিত্রে দর্শকদের মনজয় করা নায়ক থালাপতি বিজয়। এবার নিজের রাজনৈতিক দল- ‘তামিলাগা ভেত্রি কাজগাম’ বা টিভিকে-এর সম্মেলনে দাঁড়িয়ে ঝড় তুললেন।
মাদুরাইয়ের সমাবেশে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লাখো জনতার মন জয় করলেন এ অভিনেতা। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দলটিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে এ লড়াইয়ের ঘোষণা দিতেই সমর্থকদের করতালিতে ফেটে পড়ে সমাবেশ প্রাঙ্গণ।
চলতি বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেয়া এ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন থালাপতি। অভিযোগের আঙুল তুলে জানান, ক্ষমতাসীনদের একগুঁয়েমির কারণে ভারতের ছাত্র-ছাত্রীরা ভুগছে। তিনি আরও জানান, একদিকে বিভাজনের হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করছে বিজেপি, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এ মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু।
বিজেপির পাশাপাশি বিজয় ডিএমকে-কেও রাজনৈতিক শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন থালাপতি। তবে তিনি স্পষ্ট করেছেন, ডিএমকের সঙ্গে তার লড়াই রাজনীতির ময়দানে সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে যুদ্ধটা রাজনৈতিক ও আদর্শিক উভয় স্তরে।
তামিল সুপারস্টার বিজয়ের রাজনৈতিক দলের নীতি— ‘সমাজে সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার।’ যা বিজেপির ধ্যানধারণার সম্পূর্ণ বিপরীত। ২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল তামিলনাড়ুর রাজনীতিতে জনপ্রিয়তার হাতছানি পাচ্ছে। সমর্থকদের বেশিরভাগই তরুণ।