বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের

জনসমাবেশ, থালাপতি বিজয়
এশিয়া
বিদেশে এখন
0

কোনো সিনেমায় নয়, একদম বাস্তবেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচন সামনে রেখে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজগাম’ বা টিভিকের এক মহাসমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দলটিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে এ লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বিজয়।

সরকার, মাস্টারসহ বিভিন্ন তামিল সিনেমায় বিপ্লবী চরিত্রে দর্শকদের মনজয় করা নায়ক থালাপতি বিজয়। এবার নিজের রাজনৈতিক দল- ‘তামিলাগা ভেত্রি কাজগাম’ বা টিভিকে-এর সম্মেলনে দাঁড়িয়ে ঝড় তুললেন।

মাদুরাইয়ের সমাবেশে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লাখো জনতার মন জয় করলেন এ অভিনেতা। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দলটিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে এ লড়াইয়ের ঘোষণা দিতেই সমর্থকদের করতালিতে ফেটে পড়ে সমাবেশ প্রাঙ্গণ।

চলতি বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেয়া এ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন থালাপতি। অভিযোগের আঙুল তুলে জানান, ক্ষমতাসীনদের একগুঁয়েমির কারণে ভারতের ছাত্র-ছাত্রীরা ভুগছে। তিনি আরও জানান, একদিকে বিভাজনের হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করছে বিজেপি, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এ মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু।

বিজেপির পাশাপাশি বিজয় ডিএমকে-কেও রাজনৈতিক শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন থালাপতি। তবে তিনি স্পষ্ট করেছেন, ডিএমকের সঙ্গে তার লড়াই রাজনীতির ময়দানে সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে যুদ্ধটা রাজনৈতিক ও আদর্শিক উভয় স্তরে।

তামিল সুপারস্টার বিজয়ের রাজনৈতিক দলের নীতি— ‘সমাজে সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার।’ যা বিজেপির ধ্যানধারণার সম্পূর্ণ বিপরীত। ২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল তামিলনাড়ুর রাজনীতিতে জনপ্রিয়তার হাতছানি পাচ্ছে। সমর্থকদের বেশিরভাগই তরুণ।

এসএস