পাকিস্তানে সমাবেশে বোমা বিস্ফোরণে নিহত ১৯, আহত ৩৫

বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়ি
এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছনে আরো অন্তত ৩৫ জন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে লোকজন বের হওয়ার সময় পার্কিং এলাকায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

নিহত নেতার ছেলে সারদার আখতার মেঙ্গল সমাবেশে উপস্থিত থাকলেও তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা হিসেবে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। এখনো হামলার দায় স্বীকার করেনি কেউ।

এএইচ