গেল এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলো আফগানিস্তানের একই অঞ্চলে।
এদিকে গেল রোববারের (৩১ আগস্ট) ছয় মাত্রার ভূমিকম্পে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির সবশেষ তথ্য মতে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০৫ জনে এবং আহত তিন হাজার ৬৪০ জন।
আরও পড়ুন:
এখনও চলছে উদ্ধার অভিযান। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে।
এদিকে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ পাঠাচ্ছে দেশটিতে।