এর আগে জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও সেনাবাহিনী প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। আলোচনার পর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সবাই একমত পোষণ করেন।
একটি সূত্রে জানা যায়, সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। তার সরকারের মন্ত্রিসভার আকার ছোট হবে এবং আজ রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। এ বৈঠক থেকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন তিনি।