ধ্বংসস্তূপ পরিণত হওয়া আবাসিক ভবনটির দৃশ্য দেখে মনে হবে হয়তো ইসরাইলি আগ্রাসনে সৃষ্ট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের চিত্র এটি। কিন্তু না! গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণে পাকিস্তানের ইসলামাবাদের একটি বাড়ির সবকিছু তছনছ হয়ে গেছে।
বিয়ের অনুষ্ঠান চলছে এমন একটি বাড়িতে এ দুর্ঘটনা। বিস্ফোরণের সময় বাড়িটিতে অতিথিদের ভিড় ছিলো। এতে বড়-কনে ও অতিথিসহ অন্তত আটজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় মৃত্যু শোকে। স্তম্ভিত হয়ে পড়ে পুরো এলাকার মানুষ।
আরও পড়ুন:
স্থানীয় একজন বলেন, ‘আমরা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ একটা বিস্ফোরণ হল, যেন আত্মঘাতী বোমা হামলা। দূরে থাকা সবাই আতঙ্কিত হয়ে ভাবছিল, কী হল। পরে জানতে পারি বিয়ের অনুষ্ঠানের জায়গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। বর এবং কনেও মারা গেছেন।’
বর-কনেকে যেখানে বিবাহ সংবর্ধনা দেয়ার কথা— দুর্ঘটনার পর সেখানেই হয়েছে অন্তিম যাত্রার আনুষ্ঠানিকতা। যেই ওঠনে ফুল হাতে হাসি মুখে বড়-কনেকে স্বজনদের অভিনন্দন জানানোর কথা— সেখানে অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় দিচ্ছেন।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আটজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুর্ভাগ্যবশত, এ তাঁবু থেকেই তাদের চিরদিনের জন্য বিদায় জানানো হলো। অথচ, এখানেই বর এবং কনের বিবাহ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।’
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।





