বড় বড় শহরে সৌদি সরকারের বিনিয়োগ

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ভিশন-২০৩০ বাস্তবায়নে বড় বড় শহরে বিপুল অংকের বিনিয়োগ করছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় দাম্মামে অসংখ্য বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পরিবার-পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরতে আসছেন দর্শনার্থীরা।

জ্বালানি তেলনির্ভর সৌদি আরবের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণে ২০১৬ সালে ঘোষণা করা হয় ভিশন-২০৩০। পরিকল্পনা অনুযায়ী দেশটির সরকার কাজ করছে। ২০৩০ সালের মধ্যে অন্তত ১০ কোটি পর্যটককে আকর্ষণ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এজন্য পর্যটন ও বিনোদন খাতে বিনিয়োগ করা হচ্ছে।

মক্কা, মদিনা ও রিয়াদের মতো বড় শহরগুলোর পাশাপাশি প্রাদেশিক শহরগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে।

প্রবাসীরা বলেন, খুব সুন্দর জায়গা, ঘুরতে এসে বেশ ভালো লাগছে। ছুটির দিনে পরিবার নিয়ে আমরা এখানে ঘুরতে আসি।

|undefined

দাম্মামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ভলিবার্ড, আল ওতান ও সোয়াদি পার্কের পাশে অসংখ্য বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। তাই ঘুরতে আসা ব্যক্তিদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।

২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। তাই পর্যটন ও বিনোদনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও অঢেল বিনিয়োগ করছে দেশটির সরকার।