হামলার শঙ্কায় হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ ইরানে, স্টারলিংক চালু

ইরানের পতাকা, হোয়াটসঅ্যাপের লোগো
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের শনাক্ত করে ইরানে হামলার অভিযোগ উঠেছে। প্রমাণ সামনে না এলেও এমন শঙ্কায় স্মার্টফোন থেকে অ্যাপটি মুছে ফেলতে অনুরোধ করছে ইরান সরকার। দেশজুড়ে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। এমন পরিস্থিতিতে ইরানে স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ চালু করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

জনপ্রিয়তার দিক থেকে বিশ্বে শীর্ষ মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন অ্যাপটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা মাসে ৩০০ কোটির বেশি। ক্ষুদে বার্তা, ভয়েস, ভিডিও কল আর ছবি আদানপ্রদানে ব্যবহৃত এই অ্যাপই কি হয়ে উঠলো ইরানে ইসরাইলি গুপ্তহত্যার অন্যতম মাধ্যম?

যুদ্ধ পরিস্থিতির মধ্যে যথাযথ প্রমাণ সরবরাহ না করলেও, ইসরাইলি হামলা শুরুর পাঁচদিন পর, জনসাধারণের উদ্দেশে নিজেদের স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আহ্বান জানায় ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সতর্কতায় বলা হয়, ব্যবহারকারীদের তথ্য ইসরাইলের হাতে তুলে দেয়া হচ্ছে। যদিও এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

গেলো কয়েক বছরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে ইরান। সরকারিভাবে ব্লক থাকলেও প্রক্সি ও ভিপিএন দিয়ে সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করেন ইরানের বিপুলসংখ্যক মানুষ। সরকারবিরোধী বিক্ষোভ দমনে ২০২২ সালে গুগল প্লে আর হোয়াটসঅ্যাপ নিষিদ্ধি করেছিল ইরান, যে নিষেধাজ্ঞা শিথিল হয় গেল বছরই।

হোয়াটসঅ্যাপের পাশাপাশি মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম আর দুবাইভিত্তিক রুশ উদ্যোক্তাদের তৈরি টেলিগ্রাম অ্যাপও ইরানে বেশ জনপ্রিয়। তবে ইরান-ইসরাইল নজিরবিহীন সংঘাতের জেরে সবই আপাতত ব্যবহারকারীদের আয়ত্তের বাইরে। যুক্তরাজ্যভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকার জানিয়েছে, রাজধানী তেহরানসহ ইরানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। অব্যাহত ইসরাইলি হামলার মধ্যে গতকাল (বৃহস্পতিবার, ১৯ জুন) থেকে অফলাইনে সারাদেশ।

ধারণা করা হচ্ছে, ইসরাইলি সাইবার হামলা বা স্পর্শকাতর তথ্য ফাঁসের শঙ্কা, কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল হওয়া ঠেকাতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে থাকতে পারে ইরান। আবার যুদ্ধের মধ্যে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটতে থাকা মানুষের মধ্যে বিদেশি গুপ্তচরদের উৎসাহ প্রণোদিত সরকারবিরোধী বিক্ষোভ দমনও যোগাযোগ সীমিত করার কারণ হয়ে থাকতে পারে।

ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধের মধ্যে ইরানে স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ সক্রিয় হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে টুইট করে জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সহিংস পরিস্থিতিতে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ায় ইরানে একদিকে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে, অন্যদিকে অনলাইনে লেনদেনেও বিঘ্ন ঘটছে।

এসএস