ত্রাণ নিতে গিয়ে মাসব্যাপী প্রাণ গেছে সাড়ে ৫ শ’ ফিলিস্তিনির

গাজায় ত্রাণ নিচ্ছে শিশুরা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজায় একদিনে আরও ৭৬ মানুষকে হত্যা করলো ইসরাইল। ত্রাণ নিতে গিয়ে মাসব্যাপী প্রাণ গেছে ক্ষুধার্ত-অভুক্ত সাড়ে ৫ শ’ ফিলিস্তিনির। নারকীয় অরাজকতার মধ্যেই আবারও অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে দখলদার বাহিনী। যদিও ইরান-ইসরাইল অস্ত্রবিরতি গাজাতেও অস্ত্রবিরতির সূচনা হতে পারে, বলছে আরব লীগ।

দেড় বছরের বেশি সময়ের ইসরাইলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন যুক্ত হলো গাজার ইতিহাসে। দেইর-আল-বালাহর ব্যস্ত বাজার এলাকায় হঠাৎ বিমান হামলা, এরপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মরদেহ আর আহতদের আহাজারি।

গাজায় বসবাসকারীদের মধ্যে একজন বলেন, ‘১৯৬৭ সালের যুদ্ধ মাত্র ছয়দিন স্থায়ী হয়েছিল। কিন্তু এবারের যুদ্ধের যেন কোনো শেষ নেই। বোমা বর্ষণ আর ধ্বংসের খেলায় আমরা কেবল হারিয়েই যাচ্ছি।’

ইরান যুদ্ধে অস্ত্রবিরতির সুযোগে গাজায় আবারও পূর্ণ মনোযোগে সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরাইল। অমানবিক দুর্ভোগের শিকার যুদ্ধকবলিত লাখো মানুষ। তারপরেও ইসরাইল-ইরান অস্ত্রবিরতি গাজার জন্য বড় সুযোগ হতে পারে, বলছে আরব লীগ।

আরব লীগ মহাসচিবের মুখপাত্র জামাল রুশদি বলেন, ‘গত কয়েকদিন ধরে ইরানের বিরুদ্ধে ইসরাইলি যুদ্ধ ফিলিস্তিনি সমস্যা এবং গাজার করুণ পরিস্থিতি থেকে কিছু মানুষের মনোযোগ সরিয়ে নিতে পারে। গাজার পরিস্থিতির জরুরি সমাধান প্রয়োজন এবং এই সংঘাত বন্ধ করতে হবে। আমরা আশা করতে পারি যে ইরানের সাথে সংঘাতের অবসান গাজা সংকটের সমাধানের সূচনা হতে পারে এবং ফিলিস্তিনি বসতি স্থাপন প্রক্রিয়া শুরু করার পথ প্রশস্ত করবে।’

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের ৬২৯তম দিন চলছে। এর মধ্যেই অবরুদ্ধ উপত্যকায় নতুন করে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। সশস্ত্র হামাস যোদ্ধারা ত্রাণ হাতিয়ে নিচ্ছে, এমন অভিযোগে দু'দিন ধরে বন্ধ ত্রাণবাহী ট্রাকের প্রবেশ। হামাসের হাতে ত্রাণ চলে যাওয়া আটকাতে দু'দিনের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করতে ইসরাইলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ত্রাণ সরবরাহে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের জন্য তিন কোটি ডলারের তহবিলে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ত্রাণকেন্দ্র ঘিরে ক্ষুধার্ত-অভুক্ত-নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর হামলা-হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরাইল।

এসএস