৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস

হামাসের একটি ট্রুপ
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
1

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ৬০ দিনের যুদ্ধবিরতিতে ১০ জীবিত জিম্মিকে মুক্তি দিবে হামাস। ফিরিয়ে দেয়া হবে ১৮ জিম্মির মরদেহ। বিপরীতে সামরিক আগ্রাসন বন্ধ করবে ইসরাইল। পাশাপাশি উপত্যকায় ত্রাণ সরবরাহে তুলে নেয়া হবে বিধিনিষেধ।

তবে সাময়িক যুদ্ধবিরতিতে ইসরাইলের প্রতিশ্রুতি রক্ষার বিষয়টির নিশ্চয়তা এখনও দেননি ট্রাম্প। ফিলিস্তিনের আরেক সংগঠন ইসলামিক জিহাদ এই আলোচনাকে সমর্থন করলেও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তার দাবি জানিয়েছে।

গতকাল (শুক্রবার, ৪ জুলাই) দিনভর ইসরাইলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৩৮ ফিলিস্তিনি। এদিকে হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রধান নাইম কাশেম।

আর যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী।

এসএস