ট্রাম্পকে বিশ্ব নেতাদের অভিনন্দন

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা অব্যাহত থাকলেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাছে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। তবে কামালা হ্যারিসও এখনও হার মেনে নেননি। এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

অভিনন্দন দেয়ার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন,‘আমি একসঙ্গে কাজ করতে প্রস্তুত, যেমনটি ট্রাম্পের আগের চার বছর একসঙ্গে কাজ করেছি। তার প্রতি শ্রদ্ধার পাশাপাশি রইল শান্তি ও সমৃদ্ধির কামনা’

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ‘ইতিহাসের সেরা প্রত্যাবর্তন’ এর জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, 'একসঙ্গে সফলভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ট্রান্স আটলান্টিক সম্পর্ককে সম্প্রসারণের পাশাপাশি আরো জোরদার করবো।

এএম