আন্তর্জাতিক শিক্ষার্থীর পাশে হার্ভার্ড, ক্ষুব্ধ হোয়াইট হাউজ

হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ১০ কোটি ডলারের তহবিল বাতিলের পরিকল্পনায় ৩০টি চুক্তি খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজ জানিয়েছে, চুক্তিগুলো পর্যালোচনার পর তা বাতিল কিংবা অন্য কোথাও সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে বর্তমান প্রশাসনের। এদিকে, একের পর তহবিল বাতিল ও স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। সংহতি জানিয়েছেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতিও।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা, তহবিল বন্ধ করে দেয়া বা আটকে রাখাসহ নানামুখী পদক্ষেপ নিয়ে হার্ভার্ডের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। হার্ভার্ডের বিরুদ্ধে বারবার আনা হচ্ছে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি জানাতে সমাবেশ করছেন হার্ভার্ডের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর আগে হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত ১০ কোটি ডলারের তহবিল আটকে দেয়ার ঘোষণা দেয় হোয়াইট হাউজ। মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই তহবিলের সঙ্গে জড়িত মোট ৩০টি চুক্তি পর্যালোচনা করে দেখা হচ্ছে যা ভবিষ্যতে বাতিল করার পরিকল্পনা আছে। হার্ভার্ডের অন্তত আড়াই বিলিয়ন ডলারের তহবিল আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিক্রিয়ায় নিজস্ব ওয়েবসাইটে হার্ভাড কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের এই সিদ্ধান্ত চিকিৎসা, বিজ্ঞান এবং প্রযুক্তিগত গবেষণাকে বাধাগ্রস্ত করবে। বিশেষ করে, তহবিলের অর্থ ছাড়া ক্যান্সার, হৃদরোগ ও মারাত্মক সংক্রামক রোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ গবেষণা মাঝপথে আটকে যাবে বলেও শঙ্কা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

তবে বিবিসির তথ্য বলছে, সরাসরি হার্ভার্ডের তহবিল প্রত্যাহার করতে পারবে না ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার হার্ভার্ডকে যে অর্থ বরাদ্দ দেয় তা শুরুতেই পর্যালোচনা করতে হবে বর্তমান প্রশাসনকে। এরপর এই পর্যালোচনার ভিত্তিতে যে এজেন্সিগুলো হার্ভার্ডকে তহবিল দেয় তাদের কাছে সুপারিশ পাঠাবে যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ। এই এজেন্সিগুলোই তহবিল সরিয়ে নেয়ার বিষয়ে সবশেষ সিদ্ধান্ত জানাবে।

এসএস