যুক্তরাষ্ট্রে গ্যাস স্টেশনে কর্মরত বাংলাদেশি অ্যাসাইলাম সিকার আটক

বদরুল ইসলাম জীবন
প্রবাস , উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার স্টেটের একটি শহরে গ্যাস স্টেশনে কর্মরত ২৬ বছর বয়সী বাংলাদেশি যুবক বদরুল ইসলাম জীবন আইস (ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কর্তৃপক্ষের হাতে আটক হন। গত শনিবার (১৪ জুন) রাতে আইস এজেন্টরা তাকে আটক করে নিয়ে যায়।

বর্তমানে তিনি ম্যাসাচুসেটসের প্লাইমাউথ কাউন্টি কারেকশনাল ফ্যাসিলিটির আইস ডিটেনশন সেন্টারে রয়েছেন।

জীবন বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ার বাসিন্দা। প্রায় সাত মাস আগে তিনি কাতার থেকে ভিজিট ভিসায় নিউ ইয়র্কে আসেন এবং সেই ঠিকানা ব্যবহার করে অ্যাসাইলাম আবেদন করেন। পরে পরিচিতজনদের মাধ্যমে নিউ হ্যাম্পশায়ারে গ্যাস স্টেশনে কাজ শুরু করেন। শনিবার রাতে আইস এজেন্টরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

জীবনের পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা জানান, জীবন একজন নিরীহ যুবক এবং তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই। পরিবারের পক্ষ থেকে আইস কর্তৃপক্ষের কাছে তার দ্রুত মুক্তির আবেদন জানানো হয়েছে।

এক স্টেটে অ্যাসাইলাম আবেদন করে অন্য স্টেটে বসবাস ও কাজ করা এবং বৈধ কাগজ ছাড়া কাজ করা যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন। তাই অভিবাসীদের সতর্ক থেকে আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা।

এসএস