বন্ধুর পথে বন্ধুর পাশে দাঁড়ায় প্রকৃত বন্ধুরাই। সাফল্য বা সংকটে তাদের সাহচর্য ছাড়া কঠিন এ পথচলা। কিন্তু একসময় ব্যক্তিজীবনের টানাপোড়েন আর নানা ব্যস্ততায় হারিয়ে যায় এই প্রাণের বন্ধুরা। যোগাযোগ আর দেখা সাক্ষাৎ সীমাবদ্ধ হয়ে যায় ভার্চুয়াল জগতেই।
কিন্তু এই বিচ্ছেদটাই এড়াতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের চার দম্পতি। ২০ বছরেরও বেশি সময় ধরে বন্ধু তারা। টেক্সাসের অস্টিনে ল্যানো নদীর তীরে গড়ে তুলছেন ছোট্ট এক বসতি। যাকে নবগঠিত এক শহর বলেই দাবি করছে মার্কিন গণমাধ্যম। ২০১৬ সালে ‘ল্যানো এক্সিট স্ট্র্যাটেজি’ নামে এই পরিকল্পনা হাতে নেন তারা। গড়ে তোলেন চারটি ছোট কেবিন, যেখানে অবসরের পর বাকি জীবনটা কাটাতে চান তারা।
প্রতিটি কেবিন বানাতে খরচ হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার। পুরো পরিকল্পনাটি তত্ত্বাবধান করছেন স্থানীয় স্থপতি ম্যাট গার্সিয়া। ৪০০ বর্গফুটের প্রতিটি কেবিনে এমন ছাদ ব্যবহার করা হয়েছে যা বৃষ্টির পানি ধরে রাখতে পারে। আর টেক্সাসের গরমকে প্রতিহত করতে ব্যবহার করা হয়েছে টেকসই প্লাইউড। কেবিনের বাইরে অংশে বসানো ইস্পাতের পাত প্রতিফলিত করতে পারে সূর্যের উত্তাপকেও।
২০২৪ সালে এই দম্পতিদের কাছ থেকে কেবিনগুলো কেনার প্রস্তাব করেন স্থানীয় ব্যবসায়ীরা। মার্কিন গণমাধ্যমের দাবি, ৩০ লাখ ডলারের বিনিময়ে পুরো কম্পাউন্ডটি বিক্রি করে দেয়ার পরিকল্পনা আছে তাদের। যদিও নিজেদের কেবিনে অবসর কাটানোর সিদ্ধান্ত থেকে এখনও সরতে পারেননি তারা।