যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার হবে: মার্কিন অ্যাটর্নি জেনারেল

পাম বন্ডি ও নিকোলাস মাদুরো
দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার যুক্তরাষ্ট্রের আদালতে করা হবে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

তিনি জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কের দক্ষিণ জেলায় অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানি, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তারা শিগগিরই আমেরিকার মাটিতে, আমেরিকান আদালতে, আমেরিকান ন্যায়বিচারের মুখোমুখি হবেন।’ তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সেটি নিয়ে কিছু বলেননি বন্ডি।

এএইচ