ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন সেখানকার জনগণ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ
দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

ভেনেজুয়েলার জনগণই দেশটির ভবিষ্যত নির্ধারণ করবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

পিট হেগসেথ বলেন, ‘আমি আমেরিকার জন্য সেরাটাই চিন্তা করবো। আমরা দেখেছি এমন নারী পুরুষ রয়েছেন যারা আমাদের দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’

ভেনেজুয়েলা নিয়ে পরবর্তী কি সিদ্ধান্ত হবে এবং সেটি কংগ্রেসে অনুমোদন পাবে কী-না, সেই প্রশ্নের জবাবে পিট হেগসেথ বলেছেন, ‘এটা ছিল আইন প্রয়োগকারী সংস্থার একটি অভিযান। আমরা এর সঙ্গে কংগ্রেসকেও সম্পৃক্ত রাখবো।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘এরপর কী হবে, তা নির্ধারণ করবেন ভেনেজুয়েলার জনগণই। তবে শেষ পর্যন্ত আমেরিকা এতে উপকৃত হবে, নিরাপত্তা এবং সমৃদ্ধির দিক থেকে। আমরা বিশ্বাস করি, ভেনেজুয়েলার মানুষও এতে লাভবান হতে পারে।’

হেগসেথ ট্রাম্পের প্রশংসা করে বলেন, ‘আমরা বিশ্বাস করি ট্রাম্প সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এ বিপজ্জনক বিশ্বে শক্তি ছাড়া শান্তি আসে না।’

মার্কিন প্রতিরক্ষা সচিব আরও জানান, এ অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের জন্য “তেল-সমৃদ্ধি” একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবেও কাজ করেছে।

এএইচ