ভারতের হরিয়ানায় কুয়াশা-তীব্র শীত, একাধিক স্থানে দুর্ঘটনা

ভারতের হরিয়ানায় ঘন কুয়াশার কারণে কয়েকটি জায়গায় দুর্ঘটনা ঘটেছে
পরিবেশ ও জলবায়ু , আবহাওয়ার খবর
বিদেশে এখন
0

ঘন কুয়াশার কারণে ভারতের হরিয়ানায় একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) সকালে বহু যানবাহন দুর্ঘটনার কবলে পড়লেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, হিসার নামে একটি জায়গার সড়কে সকাল ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অন্য বাহনগুলো একটি আরেকটিকে ধাক্কা দিতে থাকে। তবে সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

আরও পড়ুন:

অন্যদিকে, রোহতাক নামে আরেকটি জায়গায় ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে ধাক্কা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হরিয়ানায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করায় ঘন কুয়াশা ও তীব্র শীত পড়েছে।

এসএইচ