এসএমসিতে টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ

চাকরির বাজার ও এসএমসির লোগো
চাকরির বাজার
0

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে একাধিক নিয়োগ দেবে। এরইমধ্যে ৩ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৪ বছর।

আরও পড়ুন:

পদটি ফুলটাইম এবং কাজের ক্ষেত্র অফিসভিত্তিক। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

তবে মূল বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, উৎসব বোনাস, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, স্বাস্থ্যসেবা প্রকল্প ও লিভ এনক্যাশমেন্টসহ বিভিন্ন সুবিধা দেয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখা যাবে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন করার শেষ সময় ২০ সেপ্টেম্বর ২০২৫।

সেজু