এনআরবিসি ব্যাংকে চাকরির সুয়োগ, ৫৫ বছরেও আবেদন

এনআরবিসি ব্যাংকের লোগো
চাকরির বাজার
0

বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ডেপুটি কোম্পানি সেক্রেটারি পদে নিয়োগ দেবে। ৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিএস বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উপস্থাপনা, বিশ্লেষণাত্মক দক্ষতা, বোর্ড রেজোলিউশন, প্রতিবেদন এবং নিয়ন্ত্রক জমা দেওয়ার খসড়া তৈরির ক্ষেত্রে পারদর্শিতা থাকতে হবে। কর্পোরেট আইন এবং ব্যাংকিং নীতিমালায় ব্যাপক জ্ঞান থাকতে হবে।

আরও পড়ুন:

প্রার্থীদের কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। পদটি ফুলটাইম এবং অফিসভিত্তিক। কর্মস্থল হবে ঢাকা।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে মূল বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আগ্রহী প্রার্থীদের এনআরবিসি ব্যাংক পিএলসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

সেজু