নেত্রকোণায় আ.লীগের ৪১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

এখন জনপদে
আইন ও আদালত
0

নেত্রকোণার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ (সোমবার, ২৭ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন।

কারাগারে প্রেরণের আদেশপ্রাপ্তরা হলেন-আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাসসহ দলটির আরো ৩৮ নেতাকর্মী।

আদালত সূত্রে, ২০২১ সালে ১১ নভেম্বর আটপাড়া উপজেলার সুখারী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে বিএনপির কর্মী সৈয়দ মোস্তফা সাহেদ কামালের দোকানে হামলা চালায় আসামিরা।

এ সময় তার দোকান থেকে অন্তত চার লাখ টাকার বেশি মূল্যের মালপত্র এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যান। দোকানের সামনে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।

এ ঘটনায় সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অক্টোবর সৈয়দ মোস্তফা কামাল বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আটপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়।

মামলায় সোমবার দুপুরে জামিন চেয়ে আদালতে হাজিরা দিতে আসেন আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ৪৩ জন নেতাকর্মী।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম ও আসামিপক্ষের আইনজীবী আসাদুল হকের যুক্তিতর্কের ভিত্তিতে অসুস্থতা বিবেচনায় আদালত চঞ্চল সরকার ও আব্দুস সাত্তার নামের দুইজনের জামিন মঞ্জুর করে বাকি ৪১ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

এছাড়াও আসামীরা নেত্রকোণা থানায় দায়েরকৃত আরো তিনটি মামলায় জামিন চেয়ে হাজিরা দিলেও সবকয়টি মামলা জামিন না মঞ্জুর করে আদালত।

এএইচ