সিংগাইরে ইউপি সদস্যসহ ৭ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

মানিকগঞ্জ
এখন জনপদে
আইন ও আদালত
0

মানিকগঞ্জের সিংগাইরে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে এক ইউপি সদস্যসহ সাত আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক দুই মামলায় তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিংগাইর থানার এসআই আব্দুল মুত্তালিব।

এর আগে, গতকাল (রোববার) দিবাগত রাতে সিংগাইর ও পার্শ্ববর্তী সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ও রামচন্দ্রপুর ধাইরা পাড়া গ্রামের রিয়াজ (৩৭), উপজেলার আলিনগর গ্রামের সাইফুল ইসলাম (৪০), বকচর গ্রামের আমজাদ হোসেন (৪৫), রাজনগর গ্রামের নজরুল ইসলাম (৪৯), চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের হাবিবুর রহমান শিবলু (৪৬), চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামের দেওয়ান মজনু (৫৪) ও ধল্লা ইউনিয়নের ধল্লা-মধ্যপাড়া গ্রামের আব্দুস সামাদ (৫০)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত সাতজনই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। দেওয়ান মজনুকে সিংগাইর বাসস্ট্যান্ডের প্যারামাউন্ট মার্কেটের সামনে এক ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর বাকি ছয়জনকে ধল্লা পুলিশ ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের প্রিজন ভ্যানে করে আদালতে নেয়ার সময় থানার সামনে ও আশপাশের এলাকায় তাদের স্বজনদের ভিড় দেখা যায়। তাদের দাবি, গ্রেপ্তারকৃতদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। দ্রুত মুক্তির দাবিও জানিয়েছেন তারা।

এএইচ