জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ। উত্তাল সেই সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এই শিক্ষার্থী নিহত হন পুলিশের গুলিতে। এই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।
গত ২ মার্চ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী আজ (বুধবার, ৯ এপ্রিল) সকালে সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে আদালতে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন জানায়, ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। পরে ট্রাইব্যুনাল তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, 'আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। ১৫ জুন পরবর্তী দিন ধার্য হয়েছে। ২৬ জনের বিরুদ্ধে আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি। আশা করছি, পরবর্তী ধার্য করা তারিখে রিপোর্ট দাখিল করতে পারবো।'
এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে নয় জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ তিন পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, 'জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন জেলায় ঘটেছে সে মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিসি মিরপুর জসিম উদ্দিনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন।'
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার অভিযোগে বর্তমানে মোট ২৩টি মামলা রয়েছে। প্রসিকিউশন জানায়, তিনটি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।